Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দু'জনের সম্মতি ছাড়া খুলবে না এই কনডমের প্যাকেট!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পুরুষ এবং মহিলা উভয়ের সম্মতি ছাড়া খোলাই যাবে না কনডম। সম্মতি ছাড়া যৌন সম্পর্ক রুখতেই এবার বিশেষ ধরনের এই কনডম বাজারে এলো। এর নাম দেওয়া হয়েছে ‘কনসেন্ট কন্ডোম’।

বাক্স থেকে এই কনডমটি বের করার জন্য চার হাতের প্রয়োজন হয়। টিউলিপান আর্জেন্তিনা নামে আর্জেন্তিনার একটি সংস্থা এই কনডম বাজারে এনেছে।

কেন এই বিশেষত্ব?

কনডম নির্মাতা সংস্থার এক কর্মকর্তা বলেন, যৌন সম্পর্কে দু'জনের সম্মতির খুবই প্রয়োজন। না হলে সেই সম্পর্ক নিরাপদ এবং সুখের হয় না। এ ক্ষেত্রে দু'জনের মধ্যে কোনও একজনের যদি সম্মতি না থাকে তাহলে বাক্সটাই খুলবে না।

কীভাবে কাজ করে?

আসলে এ ক্ষেত্রে কন্ডোম একটি বাক্সের মধ্যে থাকে। বাক্সটা এমনভাবে তৈরি করা হয় যে, তা খুলতে গেলে বাক্সের চারদিকে সমান চাপ দেওয়ার প্রয়োজন। যা একজনের পক্ষে সম্ভব নয়।

এখনও অবশ্য সংস্থাটি আর্জেন্তিনায় বিনামূল্যে বিতরণ করছে প্রচারের জন্য। খুব তাড়াতাড়ি তা বিক্রি করা হবে। কত দাম হবে এই কনডোমের জানিয়ে দেবে সংস্থা।

Bootstrap Image Preview