Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পৃথিবীর সবচেয়ে লম্বা ক্রান্তীয় বৃক্ষের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview


পৃথিবীর সবচেয়ে লম্বা ক্রান্তীয় বৃক্ষের সন্ধান পেয়েছেন যুক্তরাজ্যের ও মালয়েশিয়ায় বিজ্ঞানীরা। গাছটির উচ্চতা একশ মিটার থেকেও বেশি। গাছটির নামকরণ করা হয়েছে মেনারা নামে।

গত বছর নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের একটি দল বোর্নি রেনফরেস্টে এই গাছটি আবিষ্কার করেন। পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি স্ক্যান এবং ড্রোন ফ্লাইট পরিচালনা করেছিলেন বিষয়টি নিশ্চিত করতে।

গাছটির পরিমাপ করেছেন স্থানীয় আরোহী উন্ডিং জামি। তিনি বলেন, গাছেটির উপরে আরোহণ করা ভীতিজনক। কিন্তু শীর্ষে থেকে দেখা দৃশ্যটি ছিল অবিশ্বাস্য ও আশ্চর্যজনক।

নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের ড. ডোরেন বয়েড বলেন, ‘বিজ্ঞান আমাদেরকে বলে এই গাছগুলো এখনো বিদ্যমান আছে। গাছগুলো এমন উচ্চতায় পৌঁছেছে যা আমরা কখনও আশা করি না। সেখানে এমন আরো অনেক লম্বা গাছ আছে যা এখনো আবিষ্কার করা হয়নি।’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালযয়ের ড. আলেকজেন্ডার শেনকিন বলেন, ‘আমি কখনো এমন লম্বা গাছ দেখিনি।’

Bootstrap Image Preview