সিলেটে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর প্রায় ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মাইজগাঁও স্টেশনসংলগ্ন এলাকায় সিলেটে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে লাইন বন্ধ হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেল বগি উদ্ধারের পর আবার রাত ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শাহজালাল সার কারখানা থেকে মাল নিতে আসা বিসি স্পেশাল ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করে।
সিলেটের মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
রেল লাইন চালু হওয়ার পর সিলেট রেলওয়ে স্টেশনে আটকা উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ও উদয়ন এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে স্টেশন ত্যাগ করে