রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফিরার সময় ব্রাশফায়ারে সাতজন নিহতের ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে অনুদান দিতে আগামীকাল বাঘাইছড়ি যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা
আগামীকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা মিলানায়তনে সিইসি নির্বাচনের কাজে নিয়োজিত হতাহতদের মধ্যে অনুদান দেবেন। এসময় স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিমিয় করবেন বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা।
ওই দিন সিইসি নিহত সাত পরিবারের মধ্যে সাড়ে পাঁচ লাখ টাকা, গুরুতর আহতদের এক লাখ টাকা এবং সাধারণ আহতদের পঞ্চাশ হাজার টাকা করে উনুদান প্রদান করবেন।
উল্লেখ্য, সোমবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে দিনভর দায়িত্বপালন শেষে নির্বাচনী সরঞ্জামসহ উপজেলার সাজেকের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছেড়ে গাড়িবহর নিয়ে উপজেলা সদরে ফিরছিলেন, নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের দল।
দিঘীনালা-মারিশ্যা সড়কের ৯ কিলোমিটার নামক এলাকায় পৌঁছা মাত্র নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী জিপগাড়ি লক্ষ্য করে অতর্কিত এলোপাতাড়ি গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা।
এতে কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। যাদের মধ্যে ছিলেন নির্বাচনী দায়িত্বপালন করা শিক্ষক, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও আনসার-ভিডিপি সদস্য।
রাতে বাঘাইছড়ি থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম নেয়ার পথে মারা যান গুলিবিদ্ধ শিক্ষক মো. তৈয়ব। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য, স্কুল-কলেজের শিক্ষকসহ আহত হন অনেকেই।