ভারত যেসব মিথ্যা অভিযোগ করছে সেসবের সত্যটা বলা উচিৎ।এছাড়া পাকিস্তানের হামলায় ভারতের যে দ্বিতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে সেটাও স্বীকার করা উচিৎ। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর শুক্রবার এই মন্তব্য করেছেন।
এক টুইট বার্তায় আসিফ গফুর বলেছেন, সত্য সর্বদাই প্রকাশিত হয়। ফেব্রুয়ারিতে ভারত পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি করেছে তা মিথ্যা।এছাড়া কাশ্মীরে ভারতের আগ্রাসন কমানোর আহ্বান জানায় তিনি।
জানা যায়,গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলা ৪৩ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হয়।এর জেরে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।এরপর দেশ দুইটি কয়েক দফায় একে অপরের সীমান্ত ভেদ করে হামলা চালায়। সেসময় ভারত দাবি করে পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।
তবে ভারতের এই দাবি সঠিক নয় বলে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নামের একটি সংবাদমাধ্যম জানায়,বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে দুইজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ওই দুইজন কর্মকর্তা পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানগুলো হিসেব করে গুণে দেখেছেন। সেগুলোর মোট সংখ্যায় কোনো গরমিল পাওয়া যায়নি। এমন সংবাদের পর আসিফ গফুর ভারতকে সত্য কথা বলার আহ্বান জানায়।