Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যৌন হয়রানি থেকে বাঁচতে তরুণী নিশার প্রতিবাদ ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রতিদিন চলার পথে নারীদের সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হতে হয় গণপরিবহণগুলোতে। এই যৌন হয়রানি থেকে নিজেকে রক্ষা করতে এক অভিনব কৌশল নিয়েছেন বাংলাদেশি তরুণী জিনাত জাহান নিশা। বাংলাদেশি ডিজাইনার নিশা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক ও স্নাতকোত্তর করেছেন এই তরুণী।

এর আগে গত বছর খোঁপার কাঁটায় ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লিখে গণপরিবহনে নারীদের যৌনহয়রানির প্রতিবাদ জানিয়েছিলেন এই তরুণী। এবার একই শ্লোগানে নিয়ে এসেছেন টি-শার্ট। জিনাত জাহান নিশা এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাসে, রাস্তায় নিজের সাথে হওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেছিলাম ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখনি দিয়ে খোঁপার কাঁটায়। এবার নিয়ে এলাম তা টি-শার্টে।

নিশা লিখেছেন, এই টি-শার্ট পরলেই অনাকাঙ্খিক্ষত ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে না নিশ্চয়ই। তবে আমাদের সোচ্চার আওয়াজই পারে এসব অনাকাঙ্খিক্ষত ঘটনা নির্মূল করতে। সেই ধারণা থেকেই এই শ্লোগানে সোচ্চার হওয়ার চেষ্টা।

Bootstrap Image Preview