এবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় লেগুনার ধাক্কায় নাজমা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রতিবাদে নানা ধরনের শ্লোগান দেয় তারা। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন এ সড়ক দিয়ে যাতায়াতকারী কয়েক হাজারো মানুষ।
শনিবার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহত নাজমা উপজেলার শিকলবাহা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে এবং পশ্চিম পটিয়া এ.জে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বেশ কয়েকটি গাড়ী ভাঙচুর করে বিক্ষুব্ধরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে অবরোধ সৃষ্টি করে। শিক্ষার্থীরা কয়েক দফা মিছিল ও করে। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে স্থানীয়রা।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কে কোন ফুটওভার ব্রিজ নেই। নেই কোন ধরনের দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা। এতে প্রতিনিয়ত একের পর এক দুর্ঘটনা ঘটছে। যতক্ষণ পর্যন্ত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি মেনে না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলের সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি লেগুনা এসে তাকে ধাক্কা দেয়। এতে নাজমা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির হোসেন বলেন, আহত অবস্থায় নাজমাকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।