দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ রুস্তম আলী নামের একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) সকালের দিকে উপজেলার মুহাড়াপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত রুস্তম আলী দিনাজপুর জেলার মুহাড়াপাড়া গ্রামের আমিন সরকারের ছেলে।
হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, মাদকের বড় একটি চালান ভারত থেকে অবৈধভাবে দেশে নিয়ে আসা হয়েছে এবং তা মুহাড়াপাড়া গ্রাম নামক স্থানে বিক্রির উদ্দ্যেশে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
হাকিমপুর থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঐ গ্রামে রুস্তম আলী বাড়িতে তল্লাশী চালিয়ে খাটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।