Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে গিয়ে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারতের উত্তর-দিল্লির খাজুরিখাস এলাকায় ওই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পরে তিন অভিযুক্ত, ২১ বছর বয়সী লোকেশ, ২৫ বছর বয়সী ওম ও ঋষিকেশকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ।

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানের নাম করে হরিয়ানা থেকে ডেকে পাঠানো হয়েছিল ওই তরুণীকে। তবে তিনি যে ফাঁদে পা দিয়েছেন, সেটা বুঝে উঠতে পারেননি ওই নির্যাতিতা।

বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, খাজুরি খাস এলাকায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ওই নৃত্যশিল্পীর। সে অনুসারে হরিয়ানা থেকে কাশ্মিরি গেট ইন্টার স্টেট বাস টার্মিনালে এসে পৌঁছান ২০ বছর বয়সী ওই তরুণী। সেখান থেকে তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল আয়োজকদের। সে কারণে বাস টার্মিনালেই অপেক্ষা করছিলেন ওই নারী।

কিছুক্ষণ পর তিন যুবক সেখানে গিয়ে হাজির হয়। নিজেদের আয়োজক বলে পরিচয় দিয়ে ওই তরুণীকে গাড়িতে তুলে নেয়। কিন্তু সেখান থেকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার বদলে, বাওয়ানা এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে রাখা হয় তাকে। সেখানে তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। এরপর মোবাইল কেড়ে নিয়ে ওই তরুণীকে খাজুরি চকের কাছে ফেলে দিয়ে যাওয়া হয়।

Bootstrap Image Preview