Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৫:১১ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:২৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


পটুয়াখালীর কুয়াকাটায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টাকালে প্রতিবেশী আনোয়ার হাওলাদার (৬০) নামক এক বৃদ্ধকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়াকাটা পৌরসভার ইসলামপুর দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে তাকে।

এ ঘটনায় ওই শিশুর বাবা দুলাল হাওলাদার বাদী হয়ে নারী ও শিশু আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৭/২০১৯। আজ শনিবার সকালে অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে আাদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম পেরে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী আনোয়ার ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির ডাক-চিৎকারে আশেপাশের মহিলারা উপস্থিত হয়ে হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয়রা উপস্থিত হয়ে আনোয়ারকে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। বর্তমানে শিশুটিকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিশুটির চাচা আ. সালাম মাঝি জানান, আনোয়ার হোসেন গত দুই মাস আগেও ইসলামপুর দাখিল মাদরাসার পিছনে পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে একটি শিশুকে ধর্ষণ চেষ্টা চালায়। স্থানীয় কাউন্সিলর শাহআলম হাওলাদার স্থানীয়ভাবে এ ঘটনায় সালিশ বিচার করেন।

মহিপুর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আনোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview