Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিবকে একাদশে না নেওয়ার কারণ জানালো সানরাইজার্স হায়দ্রাবাদ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে এখন পর্যন্ত  চার ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এর মধ্যে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। বাকি তিনটি ম্যাচ সাইড বেঞ্চে বসে ছিলেন। এখন পরের ম্যাচ গুলোতে  তাঁর একাদশে থাকাটাও অনিশ্চিত। 

তবে বিষয়টি নিয়ে হায়দরাবাদের মেন্টর ভিভি লক্ষণ বলেন, ‘সাকিবের মত খেলোয়াড়কে যখন আপনি খেলাতে পারবেন না সেটা আপনার অবশ্যই খারাপ লাগবে। কিন্তু এই টুর্নামেন্টের নিয়মই এটি, চারজন বিদেশি খেলাতে পারবেন। দেশি ক্রিকেটারদের বেশি সুযোগ দিতেই এমন নিয়ম। আর এ কারণেই বাদ পড়েছেন সাকিব।’

হায়দরাবাদের পরামর্শক ভিভিএস লক্ষণ আরও বলেন, ‘সাকিব আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। শুধু আমাদের দলের জন্যই না, বাংলাদেশের জন্যও সাকিব অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ওর সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

Bootstrap Image Preview