নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের হস্তক্ষেপে স্মৃতি নামের অষ্ঠম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রূপসী এলাকায় গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। স্মৃতি উপজেলার রূপসী স্লইজগেইট এলাকার আইয়ুব আলীর মেয়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রুপসী নিউ মডেল স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী স্মৃতির বিয়ের আয়োজন করা হয়। শনিবার (৬ এপ্রিল) বিয়ের দিন ধার্য্য করা হয়। বিয়েতে মেহমানদের দাওয়াতও দেয়া হয়।
পরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেন বলে জানান তিনি।
এ ছাড়া স্মৃতির পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত কোন প্রকার বিয়ে দিবেন না বলে অঙ্গীকার স্বাক্ষরনামায় করানো হয়।
ইউএনও মমতাজ বেগম বলেন, বাল্যবিয়ের বিষয়ে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হতে হবে। যেখানে বাল্যবিয়ের আয়োজন করা হবে, সেখানেই প্রশাসনের সহযোগিতা নিয়ে তা প্রতিহত করতে হবে।