Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এইসএসসিতে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ১, একজনের কারাদণ্ড

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীতে চলমান এইচএসসি পরীক্ষার ইংরেজি ১ম পত্র পরীক্ষায় একজন পরিক্ষার্থীকে বহিষ্কার ও একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় পটুয়াখালী সরকারি কলেজ কেন্দ্রে প্রশ্ন প্রবাহিত করার অপরাধে তানিয়া ইসলাম নামের এক পরিক্ষার্থীকে বহিষ্কার করে হল কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থী পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে প্রশ্নপত্র বাহিরে প্রবাহিত করছিলো।

অপরদিকে, নকল সরবরাহের চেষ্টা ও পাবলিক পরিক্ষা আইন ভঙ্গ করার অপরাধে মাহমুদ হাসান মিঠু (২৫) নামের একজনকে আটক করে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মিঠুকে পাবলিক পরিক্ষা আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মামলার বাদী ও ডিউটিরত এএসআই ওয়াসিম বলেন, মিঠু প্রতিদিন কেন্দ্রে প্রবেশ করার জন্য উত্তেজিত থাকে। আজ তাকে সরকারি কলেজ কেন্দ্রে প্রশ্ন প্রবাহিত করার সময় হাতেনাতে আটক করা হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জানান, মিঠু অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করায় পুলিশ তাকে আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Bootstrap Image Preview