মাদকসেবী সেজে তিন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এ ধরনের কৌশলকে স্বাগত জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার খিদিরপুর ও বাগবেড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খিদিরপুর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে শুক্কুর আলী, নুরুল ইসলামের ছেলে কাশেম ও বাগবেড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে খলিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিয়ে মাদক ব্যবসা করে আসছে। এখন মাদকসহ মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশকেও বিভিন্ন কৌশল অবলম্বন করতে হচ্ছে। তাই পুলিশের সদস্যকে মাদকসেবী সাজিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে স্পটে পাঠানো হয়।
এভাবে খিদিরপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী শুক্কুর আলী ও কাশেমকে গ্রেফতার করা হয়। এ ছাড়া বাগবেড় এলাকা থেকে একই কায়দায় ২০ পিস ইয়াবা ট্যাবেলটসহ খলিলকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, মাদকের ব্যপারে কোন ছাড় নেই। আর যারা মাদক ব্যবসায়ীদের সেল্টার দেয়, তারা যত প্রভাবশালীই হোক না কেন তাদের ব্যপারেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।