Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে মশা নিয়ন্ত্রণ অভিযান শুরু

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

শনিবার (৬ এপ্রিল) থেকে শুরু হয়ে এ অভিযান চলবে সপ্তাহব্যাপী। সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অভিযানটি শুরু হয়।

জানা গেছে, শনিবার সকালে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে মশা নিয়ন্ত্রণ ও ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে এ অভিযান শুরু হয়।

অভিযানে ড্রেন পরিস্কার, ঝোঁপ-ঝাড়, ভবন ও হলের ভেতরে পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। মশার বংশ বিস্তারের জায়গাগুলো ধ্বংস করা হচ্ছে। এতে ১০০ জন শ্রমিক এ অভিযান কাজে নিয়োজিত রয়েছে।

এ ব্যাপারে সরিফুল ইসলাম বাবু বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেয়রকে মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় কার্যক্রম চালানোর অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন এ অভিযান শুরু করে।

অভিযান শুরুর সময় উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাসিকের কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

Bootstrap Image Preview