Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশপ্রেমের পুরস্কার পেলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৮:৪০ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview


এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে তামিমের সেই এক হাতে ব্যাটিংয়ের কথা টাইগার ক্রিকেটপ্রেমী হয়তো কোন দিনও ভুলতে পারবে না। 

সেই দিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ড্রেসিং রুমে ফিরে যান তামিম। 

পরে জানা যায়, তার এশিয়া কাপই শেষ। কিন্তু তখনও করো ধারণা ছিল না সামনে কত বড় চমক আসতে যাচ্ছে। দলের প্রয়োজনে ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে যখন মাঠে নামলেন সবার চোখে অবিশ্বাসের ছায়া। এ সময় এক হাতে ব্যাট করে বিরল নজির গড়েন টাইগার এই ওপেনার। 

খেলার মাঠে এমন দেশাত্মবোধের প্রকাশে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা পপুলার চয়েজ এ বিজয়ী হয়েছেন তামিম ইকবাল। শনিবার ৬ এপ্রিল  ২০১৯ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া।  হয়। তবে পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তামিমের এই পুরস্কারটি গ্রহন করেছেন বিসিবি’র পরিচালক জালাল ইউনুস।

Bootstrap Image Preview