Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১০:২৮ AM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

শনিবার রাতে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে ফাতেমা ও তার তিন সন্তান দগ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণে জানালার থাই গ্লাস ভেঙে যায় এবং ঘরের আসবাবপত্র বাইরে আচড়ে পড়ে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, চারজনের শরীরই মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Bootstrap Image Preview