Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারওয়ানবাজারে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু, গুরুতর আহত মেয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


রাজধানীর কারওয়ানবাজারে বিকল্প পরিবহনের এক বাসের ধাক্কায় জরিনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে বেবী আক্তার (৩০) গুরুতর আহত হয়।

শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ফার্মগেটগামী বিকল্প পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রোরেলের নির্মাণসামগ্রীর ওপর তুলে দেয়। এতে বাসের সামনে থাকা মা-মেয়ে আহত হন।

তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আহত বেবী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, নিহতের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরস্বতী গ্রামে। ঢাকায় তারা মিরপুর ১১ নম্বর সেকশনের পলাশনগরে থাকেন। ফকিরাপুলে আত্মীয় বাসা থেকে বাসযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন। 

Bootstrap Image Preview