Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাবার হয়ে সকলের কাছে ক্ষমা চাইলেন ছেলে দিগন্ত

নিজস্ব প্রতিবেদক, বিএফডিসি থেকে
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০১:১৮ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


টেলি সামাদের ছেলে দিগন্ত বলেছেন,  ফকির থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই বাবাকে এক নামে চিনতেন। তিনি কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেননি কাউকে কষ্ট দেননি।তিনি যদি তার অভিনয় কথা বা কৌতুকের মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকেন তার জন্য আমি সকলের নিকট ক্ষমা চাচ্ছি।

আজ রবিবার বিএফডিসিতে টেলি সামাদের চতুর্থ জানাযায় অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাবা সবসময় হাসিখুশি থাকতেন সবাইকে বিভিন্ন কথা দিয়ে হাসাতেন। আজ দেশ থেকে যদি হাসি উঠে যায় তাহলে দুঃখ চলে আসবে সবাই কাঁদবে।

দিগন্ত আরো বলেন, বাবা কখনো চাননি মানুষ দুঃখ পাক, কষ্ট পাক, কাঁদুক। তার কাজ ছিল সবাইকে খুশি করা। রাষ্ট্রযাতে সকল মানুষকে হাসিখুশি রাখার জন্য যাবতীয় সকল কর্মসূচি গ্রহণ করেন সেই আহবানও জানান তিনি।

তিনি বলেন, তিনি বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ে আছেন তাকে আপনারা যেমন ভালোবাসতেন তিনি ও সবাইকে তেমনি ভালোবাসতেন।

উল্লেখ্য, গতকাল বেলা ১১ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি সামাদ। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই অভিনেতা।

Bootstrap Image Preview