Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে নিষিদ্ধ বিজেপির ‘থিম সং’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন ভারতের লোকসভা নির্বাচনে থিম সং বিতর্কে কড়া পদক্ষেপ নিলো দেশটির নির্বাচন কমিশন। বাবুল সুপ্রিয়র গাওয়া বিজেপির থিম সংটি নিষিদ্ধ করে কড়া পদক্ষেপ নিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি সামনে আসতেই বিতর্ক শুরু হয় ভারতের রাজনীতিতে। ভাইরাল হয়ে যায় গানটি। অভিযোগ, ‘ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল’ শীর্ষক এই গানের ছত্রে ছত্রে রাজ্য সরকারকে সমালোচনার অভিযোগ তোলা হয়। 

নির্বাচনী প্রচারে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, এই গান প্রকাশের আগে কমিশনের অনুমতি নেননি বাবুল। মিডিয়া সার্টিফিকেশন ছাড়া কেন থিম সংটি ইউটিউবে তুলেছেন, সে প্রশ্ন তুলে এরপরই বাবুল সুপ্রিয়কে শোকজ করে নির্বাচন কমিশন।

শোকজের পরিপ্রেক্ষিতে বাবুল দাবি করেন, ‘গানটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গানটি নিয়ে পরামর্শ নিতে হোয়াটসঅ্যাপে কয়েকজন দলীয় কর্মীকে পাঠিয়েছিলেন তিনি। সেখান থেকেই ছড়িয়ে পড়ে গানটি। তিনি নিজে গানটি প্রকাশ্যে আনেননি। মিডিয়া সামনে এনেছে।’ কিন্তু বাবুলের উত্তর কানে নেননি কমিশন।

কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, ‘বাবুল নিজে তার গান টুইট করেছিলেন। অথচ তিনি দাবি করেছিলেন, মিডিয়া তার গান বাইরে বাজারে এনেছে। এক্ষেত্রে তার কিছু করার ছিল না। কিন্তু কমিশনের কাছে যে তথ্য রয়েছে তাতে এটা প্রমাণিত যে বাবুল নিজেও তার গান টুইট করে সকলের সামনে এনে ছিলেন।’ এরপরই থিম সং নিষিদ্ধ করলো কমিশন।

Bootstrap Image Preview