Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে পড়তে চাই’

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


নিজস্ব বই নিয়ে প্রবেশের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে গ্রন্থাগারের গেইট বন্ধ করে দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে তিনটা পর্যন্ত তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে গ্রন্থাগারের নিচতলার দুইটি ‘রিডিং রুমে’র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফলে কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশ করতে পারলেও কোনো শিক্ষার্থী গ্রন্থাগারে প্রবেশ করতে পারছেন না। এ কারণে গ্রন্থাগারের ভেতরের কক্ষগুলোতে কোনো শিক্ষার্থীর দেখা পাওয়া যায়নি।

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন ‘গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে পড়তে চাই’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং গ্রন্থাগারের গেইটে প্লেকার্ড পেপার লাগিয়ে তারা সেখানে অবস্থান নেন।  কেউ কেউ গ্রন্থাগারের সামনে বই নিয়ে পড়তে বসে যান।

অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে ডিসকাশন রুমে ভিড়ের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে ঢোকার অনুমতি, অধ্যয়ন সময় বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে তাদের কেউ কথা বলেনি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ কর্মসূচি চালিয়ে যাব।

জানতে চাইলে কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সুভাষ চন্দ্র শীল বলেন, আমি অবস্থানরতদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তারা উপাচার্য ছাড়া আর কারও কথা শুনতে রাজি না। পরে উপাচার্যের সঙ্গে কথা বলি।

তিনি বলেছেন, আপাতত নিজস্ব বই নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। আলোচনা সাপেক্ষে অন্যান্য দাবিগুলোর কথা ভাবা যেতে পারে।

Bootstrap Image Preview