Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আলমডাঙ্গায় পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত পশুহাট সংলগ্ন আড়ৎ পট্টিতে একটি পাটের গোডাউনে আগুন লেগে প্রায় এক হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৭ এপ্রিল) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার পশুহাট এলাকার আড়ৎ পট্টিতে মহিবুল ইসলামের একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাটের গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পথচারী ও প্রতিবেশীরা আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণ চেষ্টা চালালেও আগুন নেভাতে ব্যর্থ হয়। এরই মাঝে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভির এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে মহিবুল ইসলামের প্রায় এক হাজার মণ পাট ভস্মীভূত হয়েছে বলেও ধারণা করছেন ফায়ার সার্থিসের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview