Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলের ফাইনালে ইবি

আহসান নাঈম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৫:৪৫ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ এর বাস্কেটবল খেলায় নটরডেম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়।

রবিবার (৭ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে এ বাস্কেটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় নটরডেম বিশ্ববিদ্যালয়কে ৬৪-৫০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয়।

বাস্কেটবল টিমের অধিনায়ক সিদরাতুল মুনতাহা সঙ্গীত বলেন, আমরা বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারব বলে আশাবাদী, সেজন্য সকলের কাছে দোয়া প্রত্যাশী।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ এর ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমি তীব্রভাবে বিশ্বাসী ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবলসহ প্রায় সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে।

উল্লেখ্য, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বাস্কেটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

 

Bootstrap Image Preview