Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১০:৫২ AM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১০:৫২ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ট্রাকের ধাক্কায় ফাতু মিয়া (৫০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ফাতু মিয়া কিশোরগঞ্জের অষ্টোগ্রাম উপজেলার মৃত মইম আলীর ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে মোহাম্মদপুর ৬ নম্বর রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বিজয় স্মরণী সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফাতু মিয়া ভ্যানে করে মোহাম্মপুর এলাকায় কলা বিক্রি করতেন। আজ কাওরান বাজার থেকে কলা কিনে ভ্যান চালিয়ে মোহাম্মপুর যাওয়ার পথে বিজয় স্মরণী সড়কে একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। 

এই বিষয়ে শেরেবাংলা নগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মামুন বলেন, পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Bootstrap Image Preview