Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অন্যের জীবন বাঁচাতে যেভাবে আহত হয়েছিলেন ফায়ারম্যান সোহেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview


বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখা ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন। সিঙ্গাপুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার(৮ এপ্রিল) বাংলাদেশে সময় ভোর ৪টা ১৭ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিসের মিডিয়ার অফিসার খুরশিদ আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৮ মার্চ, বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত ও ৭০ জন আহত হয়। অগ্নিকাণ্ডের পর কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে (মই) উঠে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন।

এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুকটি মইয়ের সঙ্গে আটকে যায়। তিনি মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলছিলেন। এ সময় তার একটি পা ল্যাডারের চাপে ভেঙে যায়। ল্যাডারের চাপে তার পেটের নাড়ি-ভুড়িও ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে নেয়া হয় সোহেল রানাকে। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখাশোনা করার জন্য ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ তার সঙ্গে ছিলেন।

Bootstrap Image Preview