Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের পুনর্মিলনী আগামী ১২-১৩ এপ্রিল

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১২-১৩ এপ্রিল ২ দিনব্যাপী পুনর্মিলনী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ এপ্রিল) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাস্ট এর সাধারণ সম্পাদক  মনির আহমেদ চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, এলামনাই এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ শাকিল, সহ-সভাপতি রেজাউল করিম হিরণ, বিভাগের শিক্ষার্থী আতিয়ার রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে মনির আহমেদ চৌধুরী জানান, এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন, সাস্ট এর উদ্যোগে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল সকাল ১০ টায় র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।

পরে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। গেস্ট অব অনার হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন, স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী।

আয়োজনের আহবায়ক হিসেবে রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর সভাপতি তানভীর আহমেদ শাকিল। 

মনির আহমেদ চৌধুরী জানান, প্রথমদিন বিকেলে 'এন্ট্রাপ্রেনিয়ার সেশন' এ কি নোট স্পীকার হিসেবে থাকবেন আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিস এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মো. মাহতাবুর রহমান নাসির। সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টে পারফর্ম করবে রিম, নোঙর, বিভাগের নিজস্ব ব্যান্ড আনাড়ি ও দেশসেরা ব্যান্ড অর্থহীন। 

২য় দিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা, ফানি প্রোগ্রাম, স্মৃতিচারণ ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

উক্ত আয়োজনে সহযোগীতায় রয়েছে প্রাণ আপ, আড়ং, আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিস।

উল্লেখ্য, টুগেদার ফরএভার শ্লোগানে ২০ বছর পূর্তি ও ব্যবসায় প্রশাসন পুনর্মিলনী-১৯ আয়োজনে অংশ নেয়ার জন্য বিভাগটির প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী এরই মাঝে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন এলামনাই এসোসিয়েশন এর সভাপতি তানভীর আহমেদ শাকিল।

 
 

Bootstrap Image Preview