Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসামি ধরতে গিয়ে মহিলাদের দ্বারা অবরুদ্ধ ৫ পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১২:১৪ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে মহিলাদের দ্বারা অবরুদ্ধ হয়েছেন নবীনগর থানার পাঁচ পুলিশ সদস্য। এই ঘটনায় পুলিশের মারপিটে পাঁচ নারী আহত হয়েছেন।

রবিবার (৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানার পুলিশ অবরুদ্ধ পাঁচ পুলিশ সদস্যকে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়ীয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন জানান, রবিবার বিকেলে নবীনগর থানার উপ-পরিদর্শক রুবেল ফরাজী সঙ্গীয় ফোর্স নিয়ে একটি হত্যা মামলার আসামিকে ধরতে পৈরতলা এলাকায় অভিযান চালান।

এসময় বাড়িতে থাকা নারীরা কোনও আসামি নেই বলে জানালেও, পুলিশ জোর করে ঘরে ঢুকে মালামাল তছনছ করে। নারীরা এর প্রতিবাদ করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও সটগানের ফাঁকা গুলি করে। নারীরাও একজোট হয়ে পুলিশকে ধাওয়া করলে তারা স্থানীয় একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে তাদের প্রায় ঘণ্টাদুয়েক অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ অবরুদ্ধদের উদ্ধার করে নিয়ে আসে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে পৈরতলা-গোকর্ণঘাট সড়কে ঝাড়ু মিছিল করে বিক্ষোভ করেছে স্থানীয় নারী-পুরুষরা। এরপর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

এব্যাপারে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview