Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রানীশংকৈলে অসুখের যন্ত্রণায় যুবকের আত্মহত্যা

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৪৯ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অর্থের অভাবে পেটে ব্যথা, গ্যাস ও আলসারসহ নানান রোগের চিকিৎসা করতে না পেরে এবং অসুখের যন্ত্রণায় এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।   

সোমবার (৮ এপ্রিল) ভোরের দিকে তার বাড়ির সন্নিকটের একটি স্কুলের পাশের গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোকজন নিশ্চিত করেছে।

সে উপজেলার রানী ভবানীপুর গ্রামের গোপালের ছেলে রনজিৎ (৩৫)। তার ৩টি সন্তান রয়েছে।

এলাকাবাসী ও তার পরিবার জানায়, র্দীঘদিন ধরে পেটের ব্যথা, গ্যাস ও আলসারসহ নানান রোগে ভুগছিলো রনজিৎ। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে সে রাগের বসে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে, রানীশংকৈল থানার অফিসার ইনর্চাজ আব্দুল মান্নান। 

Bootstrap Image Preview