Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'গা ঘেষে দাঁড়াবেন না' লেখা টিশার্ট নিয়ে মুখ খুললেন তসলিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


'গা ঘেষে দাঁড়াবেন না' লেখা টিশার্ট বাংলাদেশের কিছু মেয়ে পরছে। এ রকম টি-শার্ট আরও মেয়ের পরা উচিত। আরও কিছু লিখতে হবে টি-শার্টে। 

১. ঘেষবেন না, আমি আপনার মা বোন নই 
২. যৌনবস্তু নই। তফাত যাও।
৩. নারী -নির্যাতন বন্ধ করো। 
৪. আমরা তোমার সহযাত্রী, আমরা খাদ্য নই।
৫. বর্বরতা দূর করো। সভ্য সমাজ গড়ে তোলো। 
৬. পুরুষতন্ত্র বিদেয় করো, বিবেকবান মানুষ গড়ো। 
৭. পশুর কাছে ধর্ষণ না করা শেখো। 
৮. ধর্ষণমুক্ত সমাজ চাই। 
৯. নারীবিদ্বেষ আর নয়। 
১০. নারীর সমানাধিকার ছাড়া সমাজ সভ্য হয় না।

Bootstrap Image Preview