Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে গ্রিন এক্সপ্লোর সোসাইটির নবীনবরণ অনুষ্ঠিত

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:২৮ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:২৮ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন 'গ্রিন এক্সপ্লোর সোসাইটি'র ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীনদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রাফিন রিফাত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনটির সহকারী প্রচার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ তৌফিকুল ইসলাম এর সঞ্চালনায় ৫টায় একাডেমিক ভবন ই-বিল্ডিং এর ২২৫ নম্বর রুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এসময় নবীনদের উদ্দেশ্যে সংগঠনের সার্বিক কাজ সম্পর্কে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক তাসনিমা মুকিত। 

উল্লেখ্য 'মানবতার জন্য শেখো' এই মূলমন্ত্র নিয়ে ২০১২ সালের ১১ জানুয়ারি যাত্রা শুরু করে 'গ্রিন এক্সপ্লোর সোসাইটি'। বর্তমানে একটি কার্যকরী কমিটিসহ ৩টি উইং নিয়ে চলমান আছে সংগঠনের কার্যক্রম। প্রতিষ্ঠালগ্ন থেকেই শাবিপ্রবি ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী এলাকায় পরিবেশ-প্রকৃতি নিয়ে সচেতনতা তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে গ্রিন এক্সপ্লোর সোসাইটি। 

 

Bootstrap Image Preview