Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্টারনেটে ঝড় তুলেছে স্কুলছাত্রীর ঘোড়া চালানোর ভিডিও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫২ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ব্যস্ত রাস্তায় দ্রুত ছুটে চলেছে একটি ঘোড়া। সাদা-ধূসর তার গায়ের রঙ। হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে উড়ছে চুল। আর তার পিঠে বসে রয়েছে এক কিশোরী।

তার পরনে সাদা এবং নেভি-ব্লু রংয়ের স্কুল ইউনিফর্ম। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ভিডিওটি দেখে ওই ছাত্রীকে ‘‌নারী শক্তির’‌ সত্যিকারের উদাহরণ বলে সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্য করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ঘোড়ায় চেপে বসা মেয়েটি একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। ওইদিন ঘোড়ায় করে ভারতের কেরলার থিসূরে পরীক্ষা দিতে যাচ্ছিল সে। ব্যস্ত রাস্তায় এরকম ঘোড়ায় চড়ে যাওয়ায় ওই ছাত্রী অনেকেরই নজর কাড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ছাত্রীটির ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকে তাকে সম্বোধন করেছেন ‘‌হিরো’‌ বলে।

Bootstrap Image Preview