Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবি শিক্ষার্থীদের জন্য সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ১১ দফা দাবি

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview


বেতন-ফি বৃদ্ধি বন্ধ, ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো, আবাসন ও পরিবহন সংকট নিরসনসহ ১১ দফা দাবিতে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্স এ কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মাদ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নাযিরুল আযম বিশ্বাস, সহ-সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইউশা রশিদ ইফাস, প্রকাশনা সম্পাদক স্বপ্নীল দাশ রাজন প্রমুখ।

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে মোহাম্মাদ মিয়া বলেন, ছাত্রফ্রন্ট ছাত্র অধিকার নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ১১ দফা দাবি নিয়ে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছি।

দাবিগুলো হলো-

বেতন ফি বৃদ্ধি না করে ‘পিপিপি-হেকেপ’ এবং ইউজিসি’র ‘২০ বছর মেয়াদী উচ্চশিক্ষার কৌশলপত্র’ বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন নিশ্চিত ও উচ্চ শিক্ষা কমিশন বাতিল করা, সকল শিক্ষার্থীর বৈধ আবাসন নিশ্চিত করা, নিজস্ব অর্থায়নে নতুন বাস ক্রয় এবং বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা, লাইব্রেরি ও সেমিনারে পর্যাপ্ত বই নিশ্চিত করে প্রত্যেক বিভাগে নিজস্ব ল্যাব ও সেমিনার রুম চালু করা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করাসহ ক্লাসরুম সংকট নিরসন করা এবং শিক্ষা গবেষণা ও ছাত্র কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো, ১৫ কার্যদিবসের মধ্যে ফলাফল প্রকাশসহ মানোন্নয়ন পদ্ধতি চালু করা, ডাইনিং-ক্যান্টিন-ক্যাফেটেরিয়ায় খাবারের মান বাড়ানো ও দাম কমানো, মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করে নূন্যতম ২০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর করা, সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ করে অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন দেওয়া, সকল ভবনের প্রস্তাবিত নামকরণ কার্যকর করে গোলচত্বরে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ করা।

এ সময় তিনি আরো বলেন, আগামী ৩০ এপ্রিল শিক্ষার্থীদের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বরাবর পেশ করা হবে।

Bootstrap Image Preview