Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে চাল পেল ২৮৩ জন দুঃস্থ মা

বগুড়া (ধুনট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:২৭ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ২৮৩ জন দুঃস্থ মা'র মাঝে ভিজিডি কার্ডের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বরাদ্দকৃত পুষ্টি সমৃদ্ধ চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ এপ্রলি) দুপুর ৩টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই চাল বিতরনের উদ্বোধন করেন উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগম, ইউপি সদস্য লিটন মিয়া, বাদশা মিয়া, আব্দুল কাদের, মহিলা সদস্য রেশমা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ।

জানা যায়, প্রতিজন দুঃস্থ মাতার মাঝে ৩০ কেজি ওজনের ২ বস্তা সাধারণ চালের সাথে ১ বস্তা করে পুষ্টি সমৃদ্ধ চাল দেওয়া হয়। ভিজিডি তালিকাভুক্ত মা'রা ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করবেন।

Bootstrap Image Preview