Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শেকৃবির কোন ভবনেই নেই যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা, আতঙ্কে শিক্ষার্থীরা

শেকৃবি প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোন ভবনেই নেই যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা। কয়েকটি ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তা এখন ব্যবহার অনুপযোগী। গত দুমাস আগেও বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে কয়েকদফা আগুন লাগার পরও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন, কেন্দ্রীয় গবেষণাগার, শেখ কামাল অনুষদ ভবন ও শিক্ষার্থীদের আবাসিক ৫টি হলের ৩টি, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ১২টি বহুতল ভবনের কোথাও কোন অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। এছাড়া নবাব সিরাজ-উদ-দৌলা হলে ৬টি, প্রশাসনিক ভবনে ২টি কেন্দ্রীয় লাইব্রেরিতে ৫টি, শিক্ষকদের আবাসিক ভবন শাপলা ও চামেলী ভবনে ১৫টি গুইসারের সিলিন্ডার থাকলেও অনেক আগেই তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ গুইসার থাকলেও উক্ত স্থানের বাসিন্দারা এটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানেন না।

জানা যায়, দুমাস আগে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীহল কৃষকরত্ন শেখ হাসিনা হলে কয়েকদফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস লাইন সৃষ্ট আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে আহত হয় কয়েকজন ছাত্রী। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে গ্যাস লাইন বন্ধ রাখা ব্যতিত আগুন নির্বাপক কোন পদক্ষেপ নেয়নি। গুইসারের ৫টি সিলিন্ডার থাকলেও তার মেয়াদ শেষ হয়েছে ২০১৪সালে। আগুন নির্বাপক ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে চাপা আতঙ্ক দেখা যায়। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগযোগ মাধ্যমেও লিখছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির ৩য় বর্ষের শিক্ষার্থী শিহাব আলী বলেন, ক্যাম্পাসে কোন আগুন নির্বাপক ব্যবস্থা না থাকায় আমরা শঙ্কিত। ঢাকা শহরে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে তাতে যে কোন সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু প্রশাসন এবিষয়ে এখনও উদাসীন। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ একজন শিক্ষক জানান, আমাদের ভবনে অগ্নি নির্বাপকের ব্যবস্থা থাকলেও (যদিও সেটির মেয়াদ নেই) আমরা তার ব্যবহার জানি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টি প্রধান প্রকৌশলী আজিজুর রহমান কোথাও অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকার কথা স্বীকার করে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে দ্রুতই অগ্নি নির্বাপকের জন্য সিলিন্ডার (গুইসার) কিনবো। এ মাসে না হলেও সামনে মাসে সিলিন্ডারগুলো ভবনে পৌঁছে দেওয়া সম্ভব হবে। 

Bootstrap Image Preview