Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার গল্প নিয়ে লা লিগার ভিডিও পোস্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


এবার লা লিগা তাদের ফেসবুক ভেরিফায়েড  পেজে  একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে কথা বলতে দেখা গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে।

ওই পোস্টের ক্যাপশনে লা লিগা কর্তৃপক্ষ লিখেছে- জামাল ভূঁইয়া আমাদের সঙ্গে গল্প করছে। আর তুমি এখনও যোগ দাওনি আমাদের গ্রুপে- সেকি! তাড়াতাড়ি যোগ দাও। আর যদি তুমি ইতিমধ্যে আমাদের গ্রুপে থেকে থাকো, খুব ভালো! এবার তোমার বন্ধুদের ডাকো! জলদি করো!

ওই ভিডিওতে লা লিগায় দ্যুতি ছড়ানো ক্রোয়েশিয়ার দুই মিডফিল্ডার লুকা মদ্রিচ ও ইভান রাকিতিচ সম্পর্কে কথা বলতে দেখা গেছে জামাল ভূঁইয়াকে।

এ বিরল সম্মান উপভোগ করেছেন দেশের মানুষ। কমেন্টেই স্পষ্টত তা ফুটে উঠেছে। শেয়ারও হয়েছে প্রচুর।

Bootstrap Image Preview