Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নন-স্ট্রাইকারদের আতঙ্কের নাম অশ্বিন ! (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে জয়পুরে রাজস্থান রয়্যালসের নির্ভরযোগ্য ওপেনার জোস বাটলারকে  মানকাড আউট করেণ রবিচন্দ্রন অশ্বিন। এর পর থেকেই তাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
 এই আউট করার পর রীতিমত লজ্জায় পড়ে গিয়েছেন অশ্বিন। এক কথায় ক্রিকেটপ্রেমীরা তাকে মটেও ভালো চোখে দেখছেন না। শুধুই কি ক্রিকেটপ্রেমীরা খেলোয়াড়ও তাঁর এই আউটের প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটিং ইনিংসে সেটি ভালোভাবে পরিলক্ষিত হলো। সেই অশ্বিনের মানকাড আউট থেকে বাঁচতে ভীষণ সতর্ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তার বোলিংয়ের সময় ননস্ট্রাইক প্রান্তে অভিনব কাণ্ড ঘটিয়েছেন তিনি।

মোহালিতে হায়দরাবাদের ইনিংসের ৭ম ওভারে বোলিং করতে আসেন অশ্বিন। শুরু থেকেই ননস্ট্রাইকে থাকাকালীন তার বিপক্ষে মানকাডিং না হতে সচেষ্ট ছিলেন ওয়ার্নার। পাঞ্জাব অধিনায়কের বিপক্ষে অতিসতর্ক থাকলেও মুজিব-উর-রহমানের বোলিংয়ের সময় স্বাভাবিকই ছিলেন অজি ওপেনার।

অশ্বিনের বোলিংয়ের সময় কখনও হাত প্রসারিত করে ব্যাট ক্রিজের দাগের মধ্যে রাখেন ওয়ার্নার। কখনও শরীরের পুরো অংশ দাগের মধ্যে রাখেন তিনি।

দেখুন সেই ভিডিও..................

Bootstrap Image Preview