রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলা বিভাগ ও বাংলা সমিতির আয়োজনে সপ্তাহব্যাপী চলমান বাংলা বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মাস্টার্স দল। এতে বিভাগের তৃতীয় বর্ষ রানার আপ হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে ফাইনালের মুখোমুখি হয় বিভাগের তৃতীয় বর্ষ ও মাস্টার্স।
১৪ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে মাস্টার্স টিম ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে তৃতীয় বর্ষ। ২৮ রানে জয়ী হয় মাস্টার্স দল। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্ণামেন্ট হন যথাক্রমে মাস্টার্সের সজীব ও তৃতীয় বর্ষের আবু বকর সিদ্দিক।
তিন ম্যাচে ১০২ রান করে সবোর্চ্চ রান সংগ্রাহক নির্বাচিত হয়েছেন মাস্টার্সের রাসেল মিয়া। একই ম্যাচে ৬ উইকেট নিয়ে সবোর্চ্চ উইকেট শিকারী নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের আবু বকর সিদ্দিক।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভাগের সভাপতি অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, বিভাগের সহকারী অধ্যাপক ও ক্রিয়া উপদেষ্টা ড. মানিকুল ইসলাম, টুর্নামেন্ট ম্যানেজার ওমর ফারুক (হৃদয়)।