জাপানে সফররত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তাবলিগ জামাতের বিশিষ্ট মুরব্বি ও বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনাকারী হাফেজ মাওলানা যুবায়ের।
মাওলানা যুবায়েরের ছেলে হানজালা জানান, তার বাবা গত ৬ এপ্রিল তাবলিগের কাজে একটি জামাত নিয়ে জাপান যান। অসুস্থ হয়ে পড়লে তাকে জাপানের ইয়ামাগাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হানজালা জানান, মঙ্গলবার তার বাবার এনজিওগ্রাম করার কথা রয়েছে। তিনি বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মাওলানা যুবায়ের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি। তাবলিগে বিবদমান দুই পক্ষের একটি নেতৃত্বে রয়েছেন তিনি। দেশের সিংহভাগ আলেম-উলামা তার পক্ষে রয়েছেন। গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা যুবায়ের।