Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ‘ছোটকাগজ উত্তরণ’র ২য় বর্ষপূর্তি উদযাপন  

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাহিত্য বিষয়ক ছোটকাগজ 'উত্তরণ'র ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‌্যালি, ঝুলন্ত কবিতা প্রদর্শনী, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ড.মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও উত্তরণের উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। 

পরে সেখান থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এরপর সন্ধ্যা ৬টায় ভবনের নিচতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উত্তরণের সম্পাদক মহব্বত হোসেনের মিলনের সভাপতিত্বে সঞ্চালনা করেন, উত্তরণ’র নির্বাহী সম্পাদক ফাহিমা শিকদার।

এ সময় প্রধান আলোচক হিসেবে কবি ও অনুবাদক জাভেদ হুসেন, আলোচক হিসেবে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মানিকুল ইসলাম, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম কনক, ভাষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সামিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় বর্ষপূর্তি আয়োজনের আহ্বায়ক হিসেবে মাজহারুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন আজিজুল মানিক।  


 

Bootstrap Image Preview