Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গ্রীনলাইনের পক্ষে মামলা লড়বেন না মতিন খসরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview


গ্রীন লাইনের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়। আবেদনে এই মামলায় পক্ষভুক্ত আবেদন করেছে তারা।

সোমবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালতে শুনানির জন্য সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে অনুরোধ করে মালিক সমিতি। তবে তিনি মামলাটিতে লড়তে রাজি হননি।

আব্দুল মতিন খসরু বলেন, `রাসেল সরকারকে বাসচাপা দিয়ে পা বিচ্ছিন্নের ঘটনাটি বেদনাদায়ক। মানসিকভাবে আমি ভিকটিমের পক্ষে। বিবেকের তাড়নায় আমি ক্ষতিপূরণের বিপক্ষে করা আবেদনে দাঁড়াতে পারি না। আমাকে মামলায় লড়াইয়ের জন্য ফিস দিয়েছিল। সেটা ফেরত দিয়েছি।'

এর আগে গত ১২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে দুই সপ্তাহের মধ্যে গ্রীনলাইন কর্তৃপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে রাসেলের হারানো পায়ের জায়গায় একটি অত্যাধুনিক কৃত্রিম পা লাগিয়ে দিতে গ্রীনলাইন পরিবহনকে নির্দেশ দেয়া হয়।

Bootstrap Image Preview