Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোলাপগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৯:১৩ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১১ PM

bdmorning Image Preview
প্রতীকী


সিলেটের গোলাপগঞ্জে আবু বক্কর রাহাত (১৬) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) রাতে উপজেলার পৌর এলাকার স্বরসতি গ্রামের জালাল মিয়ার কলনীতে এ ঘটনাটি ঘটে। আবু বক্কর রাহাত (১৬) ঢাকাদক্ষিণ গ্রামের সুনামপুর গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের ছোট পুত্র।

নিহতের মা রাবেয়া বেগম তার ছেলে রাহাত গলায় ফাঁস দিয়েছে বললেও পরিবারের অন্য সদস্যরা এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।

জানা যায়, নিহত আবু বক্কর রাহাতের পিতা দীর্ঘদিন ধরে কাতারে থাকেন। রাহাতের মা রাবেয়া বেগম তার বড় ভাই ফরহাদ ও তাকে নিয়ে স্বরসতি গ্রামের জালাল মিয়ার কলনীতে বসবাস করছেন।

নিহতের চাচাতো ভাই জুনেদ আহমদ জানান, সোমবার রাতে রাহাতের বড় ভাই আমাদের ফোন দিয়ে জানায় রাহাত ভাত খাওয়ার সময় গলায় ভাত আটকে মারা গেছে। এ খবর পেয়ে আমরা সবাই আজ মঙ্গলবার সকালে আসলে রাহাতের মা বলেন সে নাকি গলায় ফাঁস দিয়েছে।

রাহাতের মৃত্যুর একেক সময় একেক কারণ জানালে রাহাতের মায়েরা মায়ের উপর আমাদের সন্দেহ হয়। আমরা তাৎক্ষণিক পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানান তিনি।

নিহতের মা রাবেয়া বেগম জানান, রাতে খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায় রাহাত। পরে ঘরে ঢুকে দেখতে পান সে গলায় ফাঁস দিয়েছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Bootstrap Image Preview