Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুন্দরবনের পশুর নদীতে কার্গোডুবি, নিখোঁজ ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


সুন্দরবনের পশুর নদীতে ঝড়ের কবলে পড়ে সারবোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন নিরাপত্তারক্ষী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পশুর নদীতে ‌‌‌‘এমডি হারদ্দা’ নামে ওই কার্গোটি ডুবে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, হঠাৎ প্রচণ্ড ঝড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই ‘এমডি হারদ্দা’ কার্গোটি ডুবে যায়। এসময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন নিরাপত্তারক্ষী এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় ডুবুরিরা তাদের সন্ধানে নদীতে নেমেছেন বলে জানান ওই বন কর্মকর্তা।

Bootstrap Image Preview