Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকিনিতে ভাইরাল মালাইকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview


মালাইকা অরোরা মানেই নতুন কিছু। যেন আরও একটু উষ্ণতার ছোঁয়া। মালাইকাল ভক্তদের মতো অর্জুন কাপুরও ছবি দেখে এককথায় থমকে গিয়েছেন। ছবি দেখে বিশেষ কিছুই লিখতে পারেননি তিনি, শুধুই লিখেছেন 'হুম'।  বয়স ৪৫ পেরুলেও তার চেহারায় তার কোনও ছাপ নেই।

এর আগে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিলো মালাইকার। দীর্ঘ সংসারের ইতি তারা টানেন গত বছরই।

সম্প্রতি মালদ্বীপে ছুটির মেজাজে রয়েছেন অভিনেত্রী। যদিও তারই মাঝে তাকে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেকেই ট্রোল করেছেন। তবে সে সবে বিচলিত না হয়ে মালদ্বীপের নীল সমুদ্রের ধারে দাঁড়িয়ে অসাধারণ ছবি শেয়ার করেছেন মালাইকা। আর ছবিও নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ক্যাপশনে লিখেছেন, খুশি থাকাটা একটা পছন্দ, আমি সেটাই পছন্দ করি... একইসঙ্গে আমার মনে হয় আমার মুখে খুশিটাই মানায়...।

চোখ মেরে এই ছবি পোস্ট করে যেন ট্রোলদের উচিত জবাব দিয়েছেন বলিউডের ছাইয়া ছাইয়া গার্ল।

Bootstrap Image Preview