Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলের টাকা না পেয়ে মামলা করলেন মিসেল স্টার্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview


আইপিএলের গত আসরে ১৪ কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ান তারকা পেস বোলার মিসেল স্টার্ককে কিনেছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ইনজুরির কারনে তার আর খেলা হয়নি। চলতি আইপিএলের দ্বাদশ আসরে নিজে থেকে নাম প্রত্যাহার করেছেন এই অজি বাঁ-হাতি পেস বোলার।আর এ নিয়ে আর্থিক ঝামেলাই শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে।

লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে বীমা করেন স্টার্ক। শর্ত ছিল যদি খেলতে না পারেন তবে বীমা থেকে ১২ কোটি টাকা পাবেন। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সে টাকা পাননি তিনি।

শারীরিক অক্ষমতাজনিত কারণে অর্থ পাওয়ার দাবি স্টার্ক করতে পারেন না বলে জানিয়ে লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে।

শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে ভিক্টোরিয়া আদালতে আইনজীবী মিলস ওকলির তত্ত্ববধানে মামলাটি করেন এ পেসার। 

মামলার রিটে বলা হয়েছে, ‘স্টার্ক ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের জন্য ৯৭ হাজার ৯২০ ডলার প্রিমিয়াম দেন। আর তিনি ডান উরুতে ব্যথা অনুভব করেন মার্চের ১০ তারিখেই।’

Bootstrap Image Preview