Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবৈধ অস্ত্র সরবরাহকারী আরমানসহ গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


সন্ত্রাস দমন বিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা  হতে অবৈধ অস্ত্র সরবরাহকারী আরমানসহ তিন জন গ্রেফতার

অন্য গ্রেফতারকৃতরা হলেন মো.সাইফুল ইসলাম টিটু (৪৫), মো.মতিন (৪৮)। এ সময় তাদের হেফাজত হতে ২টি পিস্তল, ১টি রিভলবার, ২৮ রাউন্ড বিভিন্ন বোরের গুলি এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মঙ্গলবার রাত ৯ টার দিকে সিটিটিসি’র স্পেশাল এ্যাকশন গ্রুপের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করলে অবৈধ অস্ত্র সরবরাহকারী আরমান ও একাধিক ছিনতাই গ্রুপের সক্রিয় সদস্য টিটু ও মতিন গ্রেফতার করে। মূলত আরমান বিভিন্ন ছিনতাইকারী গ্রুপের সদস্যদের কাছে অবৈধ অস্ত্র সরবরাহ করতো।

আর অন্য দুই আসামি টিটু ও মতিন আরমানের থেকে অস্ত্র নিয়ে নানা সময় ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাঁরা একাধিক ছিনতাই গ্রুপের সক্রিয় সদস্য।

আরো জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview