Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে বজ্রপাতে বৃদ্ধা নিহত 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৪:০৪ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৪:০৪ PM

bdmorning Image Preview


 

পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে আন্তেসা বিবি (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের আনোয়ারা বিবি (৬০) নামে আরেক জন আহত হয়েছেন। 

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দশমিনার চর হোসনাবাদ গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী আন্তেসা বিবি (৫৫) সকালে ছাগল মাঠে হঠাৎ চরাতে গিয়ে তিনি বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview