হাতিয়ায় হেলমেট না পরলে আইনগত ব্যবস্থা।আর হেলমেট পরে মোটরসাইকেল চালালে পুরস্কার হিসেবে পাওয়া যাচ্ছে লাইফবয় সাবান।
বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে হাতিয়া উপজেলায় এমন বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
সকাল থেকে উপজেলা পরিষদের সামনে কার্যক্রম শুরু করে হাতিয়া উপজেলা প্রশাসন। কার্যক্রম চলাকালে সড়কে চলাচলকারী হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করে একটি করে লাইফবয় সাবান দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম । আর এর উল্টা চিত্র হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বেলায় তাদেরকে থামিয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করছেন।এ সময় হাতিয়া উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম বলেন, হাতিয়ায় নিয়মিত ভ্রাম্যমান আদালত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি কমাতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে উৎসাহ যোগাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে । আশা করি হাতিয়া উপজেলার মোটরসাইকেল চালকরা আর হেলমেটবিহীন অবস্থায় রাস্তায় বের হবেন না।