Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন মাস্টার আর নেই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৬:২৬ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:০৯ PM

bdmorning Image Preview
মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন


বগুড়ার শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকার মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিহত হয়েছেন। (ইন্নাল্লিলাহে..রাজেউন)।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ২ স্ত্রী ৫ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।

তিনি শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি উপজেলার কুসুম্বি ইউনিয়নের লক্ষীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় ছিলেন।

শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওবায়দুর রহমান জানান, তার লাশ শেরপুরে আনার পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

Bootstrap Image Preview