Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ‘বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিতে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতিতে বঙ্গবন্ধু’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শিল্প সমাজ বিষয়ক সাময়িকী নিরিখ দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে সাহিত্যের অনেক ধারা তৈরি হয়েছে। ব্যক্তিগতভাবে যদিও তিনি খুব বড় মাপের সাহিত্যিক ছিলেন না, তবে সাহিত্যের প্রতি তার আলাদা টান ছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে জেলখানায় বসে অসমাপ্ত আত্মজীবনী লিখতে অনুপ্রাণিত করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধু নিজের লেখা বইয়ে তিনি কোন রকম রং মাখানোর চেষ্টা করেননি। ২৩ বছর পাকিস্তানের মুখোমুখি অবস্থানে রাজনীতি করেও তিনি তাদের কথা বইয়ে উল্লেখ করেছেন। রাজনৈতিক সম্পর্কের বর্ণনা করে; মানবতা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর সরিফা সালোয়া ডিনার সঞ্চালনায় ও নিরিখ সম্পাদক প্রফেসর সফিকুন্নবী সামাদীর সভাপতিরত্বে বিশেষ অতিথি ছিলেন- নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল্লাহ খান, রাবির উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন নিরিখ এর নির্বাহী সম্পাদক প্রফেসর মোস্তফা তারিকুল আহসান।

প্রফেসর সরিফা সালোয়া ডিনা’র সভাপতিত্বে সেমিনারের প্রথম অধিবেশনে ৫টি ও প্রফেসর সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে সেমিনারের দ্বিতীয় অধিবেশনে ৭টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরকাইভস পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া সেখানে উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview