Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় সরকারি গাছ কাটার ঘটনায় মামলা দায়ের

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


নাটোরের সিংড়ায় তিনটি সরকারি গাছ কেটে নেয়ার ঘটনায় সাবেক ইউপি সদস্য আঃ মান্নানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা বন কর্মকর্তা মাহবুবুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সরকারি গাছ কাটার অপরাধে গত কয়েকদিন আগে আমি নাটোর আদালতে সাবেক ইউপি সদস্য আঃ মান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

উল্লেখ্য, সম্প্রতি সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বুনকুঁড়ি-কুমগ্রাম রাস্তার তিনটি মাঝারি ইউকালেপটাস গাছ কেটে নিয়ে বাড়ি যায় ইটালী ইউপির সাবেক সদস্য আঃ মান্নান। পরে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।

Bootstrap Image Preview